পদ্মা সেতুর নদীশাসন এলাকা দেবে গেছে
শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্প এলাকার প্রায় দেড়শ মিটার দেবে নদীগর্ভে চলে গেছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে হঠাৎ করেই বাখরেরকান্দিতে পদ্মা সেতুর নদীশাসন এলাকার প্রায় দেড়শ মিটার জায়গা দেবে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়। এ কারণে ওই এলাকার লোকজন আতঙ্কে অন্যত্র সরে যান।

নদীশাসন এলাকা থেকে মাত্র তিনশ ফুট দূরে শতাধিক পরিবার, একটি বিদ্যালয়, মসজিদসহ অসংখ্য স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ, সেখানে নদীর তলদেশে প্রায় ৬০ মিটার গভীর করা হয়েছে। অতিরিক্ত গভীরতার ফলে নিচের বালু সরে যাওয়ায় ওই এলাকা দেবে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়।
এ ঘটনার পর রাত থেকেই নদীশাসন এলাকায় কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদীর পাড়ে মাটি ও বালু ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।
এ কে এম নাসিরুল হক/এমএমজেড/এমকেএইচ