সাঁতরে নাফ নদী পার হয়েও শেষ রক্ষা হলো না রোহিঙ্গা যুবকের
সাঁতার কেটে নাফ নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তে আসা হাফেজ আহমদ (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে ৪৪ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সীমান্ত পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।
আটক হাফেজ আহমদ জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের (নং-২৭) সি-ব্লকের মৃত আলী হোসেনের ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে সাঁতার কেটে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের সীমানার জাদিমোরা পয়েন্টের দিকে এক ব্যক্তিকে আসতে দেখে দমদমিয়া বিওপির বিজিবির একটি টহল দল জঙ্গলের ভেতরে কৌশলে অবস্থান নেয়। এক পর্যায়ে ওই ব্যক্তি জাদিমোরা সীমান্তে পৌঁছে একটি বস্তা নিয়ে দৌড়ে কেওড়া বনের অভ্যন্তরে ঢোকে। সঙ্গে সঙ্গে বিজিবি জওয়ানরা বস্তাসহ তাকে আটক করতে সক্ষম হয়। ওই বস্তায় ৪৪ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এমবিআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের জনসভা: গাজীপুরের রাজবাড়ী ময়দানে উৎসব আমেজ
- ২ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ৩ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৪ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা