রাতে স্ত্রীর সঙ্গে কথা বলে নিখোঁজ, সকালে মিলল লাশ
মাদারীপুরের রাজৈরের সীমান্তবর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকা থেকে রঞ্জন বালা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর)) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত রঞ্জন বালা রাজৈর উপজেলার মৃত রণজিৎ বালার ছেলে ও একটি চা কোম্পানির ডিলার।
নিহত রঞ্জন বালার স্ত্রী সুর্বণা বালা বলেন, শনিবার রাত ৮টার দিকে আমার স্বামীর সঙ্গে মোবাইলে শেষ কথা হয়। তিনি বলেন- ‘আজ আমি বাড়িতে আসবো না, তোমরা খেয়ে নিও।’এরপর তার সঙ্গে আর কথা হয়নি । তবে কে বা কারা আমার স্বামীকে হত্যা করে এখানে ফেলে গেছে ।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ পাঠানো হয়েছে। মরদেহের পাশে যৌন উত্তেজক ওষুধ ও কনডম পাওয়া গেছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর