হিজলায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজার সংলগ্ন খাল থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, কাউরিয়া খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। উদ্ধারের পর দেখা যায় মরদেহে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে হবে। কয়েকদিন আগে হত্যার পর হাত-পা ও মুখ বেঁধে পানিতে ফেলে দিয়েছে অজ্ঞাত এই যুবকের মরদেহটি। তবে শরীরে পচন ধরায় চেহারা চেনা যাচ্ছে না। তাই নাম ঠিকানা জানা যায়নি।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহের পরিচয় জানতে বিভিন্ন থানায় ওয়ারলেস বার্তা পাঠানো হয়েছে।
সাইফ আমীন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ