প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, যুবক আটক
আটক নাসির ফরাজী
মাদারীপুর সদর উপজেলার চর ব্রাহ্মানদি এলাকার এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-৮।
আটক নাসির ফরাজী (৩৫) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছাত্তার ফরাজীর ছেলে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, চর ব্রাহ্মানদির এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরিচয় হয় নাসির ফরাজীর। পরিচয়ের সূত্রে কৌশলে গৃহবধূর কিছু একান্ত মুহূর্তের ছবি তার মোবাইল থেকে নাসিরের মোবাইলে নেন। এরপর ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন নাসির।
একপর্যায়ে সেই ছবি ফেসবুকে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেন এবং গৃহবধূর প্রবাসী স্বামীকে পাঠান। এ অবস্থায় গৃহবধূর পরিবার আইনগত সহায়তা চেয়ে র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পে লিখিত দেয়।
এরপর র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে নাসির ফরাজীকে আটক করে।
র্যাবের কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম বলেন, নাসিরের কাছ থেকে আপত্তিকর ছবি সংবলিত মোবাইল ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন নাসির। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ কে এম নাসিরুল হক/এএম/পিআর