ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টানা অনশনে অসুস্থ হয়ে পড়ছেন পাটকল শ্রমিকরা

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৩:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯

নরসিংদীতে ১১ দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে। অনশনে ১১ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া অনশন বৃহস্পতিবারও (১২ ডিসেম্বর) চলছে।

এদিকে পাটকল শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে সংহতি প্রকাশ করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিকুল ইসলাম, মানবাধিকার কমিশনের নরসিংদী জেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী

norsingdi-1

এদিকে অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের হাসপাতালে নিতে জন্য জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জরুরি ভিত্তিতে একটি অ্যাম্ব্যুলেন্স আমরন অনশন মঞ্চের পাশে রাখা হয়েছে।

অনশনে ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউয়ুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

norsingdi-3

ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা বলেন, তিনদিন ধরে অনশন চলছে। এতে শ্রমিকরা ক্লান্ত হয়ে পড়ছে। ইতোমধ্যে ১১ জন শ্রমিকর না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে নন সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মির্জা বশির আহাম্মেদ বিল্লাল মিয়া, মো. আলী হোসেন, মো. রুবেল মিয়া, মো. রব মিয়াসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনদিন অনশন চললেও প্রশাসন বা মিল কর্তৃপক্ষ শ্রমিকদের কোনো খোঁজখবর নিচ্ছে না।

norsingdi-3

অনশনরত শ্রমিকরা বলেন, কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য লাখ লাখ টাকা খরচ করা হয়। কিন্তু শ্রমিকদের মুখে দুমুঠো ভাত তুলে দেয়ার কোনো প্রয়াস নেই। এবারের আন্দোলন এক মুঠো ভাতের জন্য আন্দোলন। এবারের আন্দোলন পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকার আন্দোলন।

সঞ্জিত সাহা/আরএআর/পিআর