অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রতীকী ছবি
যশোরের অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ গেট এলাকায় বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন এবং আকিজ সিটির সামনে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতরা হলেন মণিরামপুর উপজেলার আঠারোপাখি গ্রামে শরিফুল ইসলাম ও সুজাত হোসেন এবং সদর উপজেলার গাইদগাছি গ্রামের হোসেন আলীর ছেলে জামাল হোসেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় যশোর থেকে শরিফুল ইসলাম, সুজাত হোসেন ও জসিম উদ্দিন একটি মোটরসাইকেলে করে মণিরামপুরে বাড়িতে ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি প্রেমবাগ গেট এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শরিফুল ও সুজাত নিহত হন। আহত হন জসিম উদ্দিন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে পুলিশে দিয়েছে।
অপরদিকে, নওয়াপাড়ার আকিজ সিটির সামনে দুর্ঘটনায় জামাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মিলন রহমান/এমবিআর/জেআইএম