ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্যামলীর বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১১:১১ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯

সিরাজগঞ্জের সলঙ্গায় শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাকচালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২)।

road-acc

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম জানান, ভোরে হরিণচড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহন ও রাজশাহীগামী একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক রাজু নিহত হন। হেলপার রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

road-acc

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম