ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে ট্রাক্টর চাপায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯

মাদারীপুরে ট্রাক্টর চাপায় রাতুল কাজী (৭) নামে ৩য় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজৈর উপজেলার কাঠেরপোল-আড়াইপাড়া সড়কের দিঘলপাড়া কুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাতুল রাজৈর উপজেলার লুন্দি গ্রামের ফেরদাউস কাজীর ছেলে। সে স্থানীয় লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতুল কয়েক দিন আগে পার্শ্ববর্তী সদর উপজেলার দিঘলপাড়া কুনিয়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে খেলতে খেলতে সে ওই স্থানে গেলে বালুবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ কে এম নাসিরুল হক/এমএমজেড/এমকেএইচ