ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাল্যবিয়ের জন্য এসে মুচলেকায় রক্ষা বরের

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯

সাতক্ষীরায় বাল্য বিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছে প্রশাসন। পরে কনের বাবা, ভাই ও চাচাকে জরিমানা করে মুচলেকায় মুক্তি দেয়া হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তালা উপজেলার ইসলামকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার দোহার গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আবুল কালাম আজাদের (১৯) সঙ্গে ইসলামকাটি গ্রামের আবু তালেব মোড়লের নাবালিকা মেয়ের (১৪) বিয়ের দিন নির্ধারিত ছিল বৃহস্পতিবার। এ জন্য সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করে উভয় পরিবার। মেয়ের বাড়িতে দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজনও করা হয়।

এদিকে এ খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের কাছে পৌঁছতেই তিনি আবু তালেব মোড়লের বাড়ি উপস্থিত হন। সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও তালা থানার এসআই আনোয়ার হোসেনসহ একদল পুলিশ।

ইউএনও ইকবাল হোসেন জানান, মেয়েটি স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে নাবালিকা মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টার অপরাধে বাবাকে ১০ হাজার, বরের বড় ভাইকে ১০ হাজার ও চাচাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না বলে মুচলেকা দিয়েছেন অভিভাবকরা।

আকরামুল ইসলাম/এমএমজেড/পিআর