ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে যুবককে ধাওয়া করে কুপিয়ে মারল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২০ ডিসেম্বর ২০১৯

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রমজান আলী (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের বেজপাড়া কবরস্থান রোডের পশ্চিমপাশে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রমজান বেজপাড়া তালতলা এলাকার ভাড়াটিয়া বাদশা মিয়ার ছেলে।

জামাল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অ্যাডভোকেট শরীফুল আলম মিলনের সুপারী বাগানের মধ্যে দিয়ে রমজানকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা একই এলাকার বাসিন্দা ডলারের বাড়ির পেছনে আসার পর ওই যুবকের বুকে-পেটে ও হাতে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই ওই যুবক মারা যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) গোলাম রব্বানী ও কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থলে যান। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, হত্যাকারীদের আটক ও কারণ উদঘাটনের জন্য চেষ্টা চলছে।

মিলন রহমান/বিএ