ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ১০:৩৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে বেনাপোল রেলস্টেশন ও ডিহি ইউনিয়নের রঘুনাথপুর বাজারে এ কম্বল বিতরণ করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল উপস্থিত থেকে গরিব, অসহায় পরিবারের মাঝে ৬৫টি কম্বল বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা লাল্টু মিয়া, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, দফতর সম্পাদক এসএম স্বপন প্রমুখ।

পর্যায়ক্রমে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।

মো. জামাল হোসেন/এমএসএইচ