সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার
ফাইল ছবি
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়া থানার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- উপজেলার জয়নগর ইউনিয়নের যুগিবাড়ি গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে মো. শুভ হোসেন (২২) ও কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের মো. আমানুল্লাহর ছেলে মো. অভি (২৪)।
ধর্ষণের শিকার ওই মেয়েটি কলারোয়া পৌরসভার উত্তর ঝিকরা গ্রামের বাসিন্দা ও কলারোয়া পাইলট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। রোববার বিকেলে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা কলারোয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন- কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের মুনছুর আলীর ছেলে মো. গালিব (৩৫) ও কলারোয়া পৌর সদরের আলতাফ হোসেনের ছেলে আল আমিন (১৯)।
মামলার বিবরণ থেকে ভুক্তভোগীর বাবা উল্লেখ করেন, গত ২০ ডিসেম্বর তার মেয়ে কেনাকাটার জন্য কলারোয়া বাজারে আসে। পথিমধ্যে কলারোয়া সরকারি কলেজের সামনে পৌছাঁলে মো. গালিব ও আল আমিন তাকে জোর করে এক ধরনের তরল পান করায়। এরপর থেকে তার শরীর ঝিমঝিম করতে থাকে। বাজার থেকে বাড়ি ফেরার পর বমি বমি ভাব হলে পান খাওয়ার জন্য স্থানীয় পানের দোকানে যায়। দোকান থেকে ফেরার পথে শুভ ও অভি মোটরসাইকেলে মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর এলাকায় তেলকাড়ার বিলের মধ্যে নিয়ে যায়। সেখানে শুভ তাকে ধর্ষণ করে। পরে মাহমুদপুর মান্দার তলা ব্রিজের সামনে একটি বাগানে ফেলে যায়।
ঘটনার বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আকরামুল ইসলাম/এমএসএইচ