ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০১:০২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯

শেরপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাই মানিক গাজীর লাঠির আঘাতে খোকন গাজী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার সকাল ৮টার দিকে শ্রীবরদী পৌর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মানিক গাজী ও তার মেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিমা আক্তার লিমাসহ ৭ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পরে মানিক গাজীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, পৌরসভার সাতানি শ্রীবরদী এলাকার বাসিন্দা মৃত আব্দুল আওয়াল গাজীর ছেলে মানিক গাজী ও খোকন গাজীর মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার সকাল ৮টার দিকে খোকন গাজী স্ত্রী-ছেলেকে নিয়ে বাসস্ট্যান্ডের পাশে বাসা দখল করতে গেলে মানিক গাজী ও তার সন্তানরা তাদের ওপর হামলা করে। এ সময় ইটপাটকেল আর লাঠির আঘাতে গুরুতর আহত হন খোকন গাজীর ছেলে সাগর গাজী, স্ত্রী শামছুন নাহার ও মেয়ে কাঞ্চন বেগম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান খোকন গাজী।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে মানিক গাজী, তার ছেলে সাদ্দাম গাজী, মেয়ের জামাই সাকিব হোসাইন ও তার বাবা আলেক জান্ডারকে গ্রেফতার করে।

শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্রই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন একজন মারা যাওয়ায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএমজেড/পিআর