ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৪ ডিসেম্বর ২০১৯

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে ভুট্টো মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের দশহাজার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভুট্টো মোল্লা ওই গ্রামের আহজার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দশ হাজার গ্রামের বাসিন্দা ওহাব ফকির ও সোহরাব মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় ওই গ্রামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধারাল অস্ত্রের আঘাতে ভুট্টো মোল্লাসহ ১১ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভুট্টো মোল্লাকে মৃত ঘোষণা করেন।

murder

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াৎ মোস্তফা বলেন, হাসপাতালে আনার আগেই ভুট্টো মোল্লার মৃত্যু হয়েছিল। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বি কে সিকদার সজল/আরএআর/জেআইএম