ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১০ ঘণ্টা পর স্বাভাবিক দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৫ ডিসেম্বর ২০১৯

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রতিদিনই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে তীব্র শীত ও ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

rajbari

এদিকে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করলে পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

রুবেলুর রহমান/আরএআর/জেআইএম