নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে শুক্রবার সকালে ট্রলি থেকে খাদ্যের বস্তা পড়ে আমেনা বেগম (৭৫) বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমেনা বেগম উপজেলা ঘোষপাড়া (কাজিপাড়ার) মৃত মোসলেম পেয়াদারের স্ত্রী।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা-আল মাউসুদ চৌধুরী জাগো নিউজকে জানান, সকালে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে একটি ট্রলি মুরগির খাদ্যের বস্তা নিয়ে আত্রাই উপজেলার দিকে আসছিলো। সকাল নয়টার দিকে কাজিপাড়ায় আমেনা বেগম বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় ট্রলি থেকে একটি বস্তা আমেনা বেগমের শরীরের উপর পড়লে ঘটনাস্থলেই আমেনা বেগম মারা যান। ঘটনার পর ট্রলিটি রেখে চালক ও হেলপার পালিয় যান। এ ব্যাপার থানায় একটি মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি