মোটরসাইকেলে চড়ে প্রাণ গেল গৃহপরিচারিকার
জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় বিউটি বেগম (৪৫) নামে এক গৃহপরিচারিকা নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিউটি বেগম জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। তিনি বিভিন্ন বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, বিউটি বেগম জয়পুরহাট শহরের নিকটবর্তী তার গ্রাম থেকে প্রতিদিন শহরে এসে বিভিন্ন বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করে রাতে আবার বাড়ি ফিরে যেতেন। প্রতিদিনের মত কাজের সন্ধানে জয়পুরহাট শহরে হেঁটে আসার সময় প্রতিবেশী এক মোটরসাইকেল চালকের সঙ্গে বিউটির দেখা হয়। কাজে যেতে দেরি হয়েছে বলে দ্রুত শহরে যাওয়ার জন্য তিনি অনুরোধ করে ওই মোটরসাইকেলে ওঠেন।
পথে জয়পুরহাট থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস সামনের দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বিউটি রাস্তার ওপরে পড়ে যান। পরে ওই বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক সামন্য আহত হয়েছেন।
রাশেদুজ্জামান/আরএআর/এমকেএইচ