ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে পরিবহনের ভাড়ার নামে গণডাকাতি

প্রকাশিত: ০৭:১৭ এএম, ০২ অক্টোবর ২০১৫

পরিবহনে ভাড়ার নামে চলছে গণডাকাতি। ঝিনাইদহ থেকে সিলেটগামী বাসের ভাড়া দ্বিগুণ হারে আদায় করা হচ্ছে। অথচ প্রশাসন নীরব দর্শক। একজন মানুষ সিলেটে যেতে সাধারণ ভাড়া লাগে সাতশ টাকা। এখন আদায় করা হচ্ছে সাড়ে ১১শ টাকা। শুধু সিলেট নয়, ঢাকাগামী পরিবহনেও ভাড়া বেশি আদায় করা হচ্ছে।

আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই গলাকাটা ভাড়া আদায় করা চলবে বলে কাউন্টার থেকে সাফ জানিয়ে দেয়া হচ্ছে। ঈদে বাড়িতে আসা চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশে কেউ নেই। কর্মস্থলে যোগ দেয়ার তাড়া থাকায় তারাও বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুণছেন। বৃহস্পতিবার ঝিনাইদহ বাস টার্মিনালে যাত্রীরা বিক্ষোভের কথা জানালেন।

হরিণাকুণ্ডু এলাকার একজন যাত্রী জানালেন, তিনি প্রায়ই যান সিলেটের শায়েস্তাগঞ্জে। সেখানে তার ব্যবসা বাণিজ্য আছে। ঈদে বাড়ি এসেছিলেন। আসার সময় ৭শ টাকা স্বাভাবিক ভাড়া দিয়ে আসেন তিনি। যাওয়ার সময় টিকেট কাটতে গিয়ে মামুন ডিলাক্সের পরিবহন কাউন্টার থেকে চাওয়া হয় সাড়ে ১১শ টাকা। কি আর করা বেশি দামেই টিকেট কেটে সন্ধ্যায় রওনা হলেন তিনি।

সানু নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র জানালেন স্বাভাবিকভাবে সাড়ে ৫শ টাকার টিকেট এখন ৯শ টাকায় কিনতে হচ্ছে। ঝিনাইদহ থেকে বাংলাদেশের সব প্রান্তে যাওয়া পরিবহনে গণডাকাতি হচ্ছে প্রকাশ্যে অভিযোগের সুরে জানালেন ওই ছাত্র।

এ ব্যাপারে ঝিনাইদহ বাস টার্মিনালের পরিবহন কর্মীরা কেউ মুখ খোলেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকেট বিক্রেতা জাগো নিউজকে জানান, ঈদ ছাড়াতো তারা অন্য সময় ভাড়া বেশি নেন না। আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভাড়া বেশি আদায় চলবে বলেও জানান ওই পরিবহন কর্মী। এ বিষয়ে ঝিনাইদহ বাস মিনিবাস মালিক সমিতির কোনো নেতাও কথা বলেননি।

এমজেড/এমএস