ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সীমান্তবর্তী ৪শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী রামখানা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৪০০ শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রচণ্ড শীতের মাঝে বৃহস্পতিবার সকাল ৭টায় এসব কম্বল বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘পারি ফাউন্ডেশন’। প্রতি বছর এ সংগঠনটি কুড়িগ্রাম ও গাইবান্ধার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

Pari-(2)

এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, পারি ফাউন্ডেশনের দফতর সম্পাদক সাজিদ হাসান মুন, সেচ্ছাসেবক জুবায়ের ও তানভিরসহ অনেকে।

আরও উপস্থিত ছিলেন, সীমান্তের রামখানা বিওপি কমান্ডার আলী আফছার আসাবিদসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। দু’দিন আগে পারি ফাউন্ডেশনের সদস্যরা ঢাকা থেকে কম্বল নিয়ে পৌঁছায় সীমান্তের ওই এলাকায়। দু’দিন ধরে তারা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রকৃত অসহায় ও শীতার্তদের মাঝে টোকেন বিতরণ করে। সেই টোকেন অনুযায়ী বৃহস্পতিবার সকালে ৪শ শীর্তাতের হাতে কম্বল তুলে দেয়া হয়।

Pari-(2)

শীতবস্ত্র নিতে আসা অনেক অসহায় নারী জানায়, এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় সব ধরনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। দূর-দুরান্ত থেকে কেউ কিছু দিতে গেলে সীমান্তের ওই এলাকায় কেউ যায় না। শহরের আশপাশে দিয়ে চলে যায়। তাই তারা কিছু পায় না।

তারা আরও জানায়, দীর্ঘদিন পর তারা কম্বল পেল। এজন্য তারা পারি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে।

Pari-(2)

এ প্রসঙ্গে পারি ফাউন্ডেশনের সভাপতি আবু তালেব জাগো নিউজকে জানান, তারা এসব অবহেলিত ও ভাসমান মানুষদের নিয়ে সমাজে আরও কাজ করতে চায়। এজন্য তারা সমাজের হৃদয়বান মানুষগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

এমএএস/এমকেএইচ