ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯

যশোরে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কাপড়সহ বিভিন্ন মালামাল ভর্তি কাভার্ডভ্যান আটক করেছে। অবৈধভাবে আনা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। গতকাল বুধবার রাতে এসব পণ্য আটকের পর বৃহস্পতিবার কাস্টমস গোডাউনে জমা দেয়া হয়েছে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, কিছু অসাধু ব্যবসায়ী নানান কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। যা প্রতিরোধে বিজিবি বিশেষ গোয়েন্দা অভিযান জোরদার করেছে।

বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভারতীয় পণ্যের একটি চালান পাচার হচ্ছে। এর প্রেক্ষিতে হাবিলদার মো. আবু সাঈদের নেতৃত্বে যশোর-বেনাপোল মহাসড়কের নতুন হাট এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারত থেকে আমদানি পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা শাড়ি, কাপড়সহ বিভিন্ন মালামাল ভর্তি একটি কাভার্ডভ্যান আটক করা হয়।

মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজ সিএন্ডএফ এবং আমদানিকারক এলএস এন্টারপ্রাইজের এ কাভার্ডভ্যান (যশোর-ট-১১-৩১১৪) তল্লাশি করে ৩ হাজার ৬৩০ পিস ভারতীয় উন্নতমানের কাতান শাড়ি, ১ হাজার ৭১৫ পিস লেহেঙ্গা, ৪৮০ পিস ওড়না, ১ হাজার ২৭৩ কেজি ফেবরিক্স, ৪৭ কেজি লিডইন ওয়ার, ৮৯ কেজি তালা, ৬০ কেজি ড্রেস হুক, ২টি সুইং মেশিন এবং ২০ কেজি মোটর জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা।

মিলন রহমান/এমএএস/পিআর