ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্মাণাধীন ভবন থেকে ছুড়ে ফেলে যুবককে হত্যা!

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯

কক্সবাজারে নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবককে ছুড়ে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার পৌরসভার তারাবনিয়ারছড়া খুরুশকুল সড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবকের শার্ট-প্যান্ট ও হাতে লাল ফিতা বাঁধা রয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি মো. শাহাজাহান কবির বলেন, শুক্রবার বিকেলে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে যান। সেখানে পড়ে থাকা অবস্থায় রক্তাক্ত এক যুবককে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের মরদেহ উদ্ধার করে। প্রথমে সড়ক দুর্ঘটনা মনে হলেও পরে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় ভবন থেকে ওই যুবক নিচে পড়েছে। এরপর ওই ভবনে অবস্থানরত ছয়জন নির্মাণ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শ্রমিকরা নিহত যুবককে চেনেন না বলে জানিয়েছেন। ঘটনার রহস্য জানতে পুলিশ তদন্ত করছে এবং আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ