ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘২০২২ সালের মধ্যে দেশের সকল মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে’

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ২০২১ সালের মধ্যে এ দেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মধ্যে হবে উন্নত দেশ। আর ২০২২ সালের মধ্যে সব মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তার সূচনা হবে। আর সেই লক্ষ্যে মুজিববর্ষ উদযাপনের আয়োজন। যাতে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়া যায়।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে মুজিববর্ষ পালনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার সূতিকাগার মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষকী উপলক্ষে কাউন্টডাউনের একটি ঘড়ি স্থাপনের কাজ চলছে। আগামী ১০ জানুয়ারি এর উদ্বোধন করা হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/আরএআর/জেআইএম