ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মধ্যরাতে কম্বল নিয়ে রাস্তায় ডিসি

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৯ ডিসেম্বর ২০১৯

রাতের আঁধারে সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে থাকা ছিন্নমূল ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল। শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে শহরের সুলতানপুর বস্তি, বড় বাজার, ইটাগাছা হাটেরমোড়সহ বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, জেলায় শীতার্ত মানুষের জন্য ইতোমধ্যে সরকারিভাবে ৪৩ হাজার কম্বল দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

satkhira-dc

তিনি বলেন, অসহায় মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। সকলে মিলে আমরা ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরাকে নতুন রূপে সাজাতে হয়। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এই শীত মৌসুমে সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে এগিয়ে আসতে হবে।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর