সাতক্ষীরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩০
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পাশের খাদে ছিটকে পড়ে যায়। এ ঘটনায় বাসের ৩০ যাত্রী আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি ক্রেন দিয়ে উঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ