ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রি, হাতেনাতে ধরা পড়লেন ডিলার

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯

গ্রাহকদের পরিমাণমতো পেঁয়াজ না দেয়ায় এবং বস্তা বস্তা পেঁয়াজ কালোবাজারে বিক্রি করায় টিসিবির ডিলার মেসার্স খালেক অ্যান্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে কালোবাজারে পেঁয়াজ বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ার পর টিসিবির ডিলার মেসার্স খালেক অ্যান্ড ব্রাদার্সকে জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মূল্যবৃদ্ধির পর সাধারণ জনগণের চাহিদা মেটাতে মৌলভীবাজারে গত এক মাস ধরে পেঁয়াজ বিক্রি করে আসছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মৌলভীবাজার পৌরসভা এবং সার্কিট হাউজের সামনে টিসিবির ডিলার মেসার্স খালেক অ্যান্ড ব্রাদার্সের মাধ্যমে প্রতিদিন পেঁয়াজ বিক্রি করা হয়।

কিন্তু পেঁয়াজ বিক্রি নিয়ে মেসার্স খালেক অ্যান্ড ব্রাদার্সের বিরুদ্ধে নানা অভিযোগ গ্রাহকদের। গ্রাহককে প্রয়োজনে ছয় কেজি পর্যন্ত পেঁয়াজ দেয়ার কথা থাকলেও সেই পরিমাণ দেয়া হয় না। বস্তা বস্তা টিসিবির পেঁয়াজ গোপনে বিভিন্ন দোকানে বিক্রি করে দেন ডিলার।

রোববার বিকেলে টিসিবির পেঁয়াজ বিক্রির সময় মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে একটি রিকশাযোগে দুই বস্তা পেঁয়াজ কালোবাজারে নিয়ে যাওয়ার সময় আটক করে স্থানীয়রা। পরে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিনকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে মেসার্স খালেক অ্যান্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

গ্রাহকদের অভিযোগ, গত সপ্তাহে তিন বস্তা পেঁয়াজ কালোবাজারে গোপনে বিক্রি করে দেন ডিলার। রোববার একইভাবে পেঁয়াজ বিক্রির সময় ধরে ফেলেন তারা।

মেসার্স খালেক অ্যান্ড ব্রাদার্সের মালিক আব্দুল খালেক বলেন, পেঁয়াজ বিক্রির জন্য আমাদের ওপর প্রচুর চাপ। একেকজন যদি ২-৩ বার লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ নেন এবং পরে সব এক করে বস্তায় ভরে বিক্রি দেন এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। আজকের ঘটনা সেভাবে ঘটেছে। গোপনে কালোবাজারে পেঁয়াজ বিক্রির খবর ভিত্তিহীন।

টিসিবির আঞ্চলিক কর্মকর্তা (সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ) ইসমাইল হোসেন বলেন, এমন অভিযোগ আমি পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেব। ওই ডিলার অবশ্যই কারসাজি করেছেন এজন্য জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, দুই বস্তা পেঁয়াজ কালোবাজারে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ায় টিসিবির ওই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রিপন দে/এএম/এমএস