ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যন্ত্রণা সইতে না পেরে স্তন ক্যান্সারের রোগীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আজিরন বেগম (৬৪) নামে এক ক্যান্সার আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াবান্ধা পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আজিরন বেগম পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা গ্রামের মৃত ইয়াসিন প্রধানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, আজিরন বেগম দীর্ঘদিন থেকে স্তন ক্যান্সারে ভুগছিলেন। দুপুরে তার রোগের যন্ত্রণা বেড়ে যায়। এক পর্যায়ে সবার অজান্তে গোয়াল ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর বিকেলের দিকে বাড়িতে এসে মাকে না পেয়ে খুঁজতে থাকে ছেলে। অনেক খোঁজার এক পর্যায়ে গোয়াল ঘরে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

পলাশবাড়ী থানা পুলিশের হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

জাহিদ খন্দকার/এমএএস/জেআইএম