সাতক্ষীরায় ঘুষের টাকাসহ সাব রেজিস্ট্রার আটক
ঘুষের এক লাখ টাকাসহ সাতক্ষীরার শ্যামনগরের ভারপ্রাপ্ত সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম মুখার্জীকে (৩২) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার রাত পৌনে নয়টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগানের ভাড়া বাসা (ডা. সাজ্জাদুর রহমানের বাড়ি) থেকে তাকে আটক করা হয়।
পার্থ প্রতীম মুখার্জী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কালিকাপুর গ্রামের বিকাশ মুখার্জীর ছেলে। দুনীতি দমন কমিশনের খুলনার সহকারী উপপরিচালক নীল কমল পাল জানান, সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম মুখার্জী সাতক্ষীরার দেবহাটা উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের দায়িত্বে থাকলেও শ্যামনগরের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গোলাম রেজা এক একর দুই শতক জমি ক্রয় করেন। ওই জমির রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তার ভাগ্নে শফিকুল ইসলামের কাছে টাকা দাবি করেন। তার দাবি মোতাবেক প্রথম পর্বে এক লাখ টাকাসহ সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী তার ভাড়াবাসা ডা. সাজ্জাতের বাড়িতে গিয়ে টাকা দেন।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়েছে। অভিযানকালে দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে সহ-পরিচালক তরুণ কান্তি ঘোষ, উপ-সহকারী পরিচালক নীল কমল পাল, ফয়সাল কাদের, সহ-পরিদর্শক শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন
আকরামুল ইসলাম/এমআরএম