রোগী সেজে ভুয়া ডাক্তার ধরলেন এসিল্যান্ড
রোগী সেজে চিকিৎসা নিতে গিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মঈনুল হক। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে তিনি ওই ডাক্তারকে আটক করেন।
আটক ভুয়া ডাক্তারের নাম ইব্রাহীম খলিল (৩৪)। তিনি জামালপুর উপজেলা সদরের তারা শেখের ছেলে।
স্থা্নীয় সূত্রে জানা গেছে, ইব্রাহীম খলিল ঢাকা হোমিও কমপ্লেক্সের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ওই এলাকার রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে এসিল্যান্ড মো. মঈনুল হক নিজেই রোগী সেজে চিকিৎসা নিতে হাজির হন ওই হোমিও কমপ্লেক্সে। সেখানে গিয়ে তিনি দেখতে পান অন্য ডাক্তারের প্যাডে ইব্রাহীম খলিল রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছেন। এ সময় তার কাছে লাইসেন্স চাইলে দেখাতে ব্যর্থ হওয়ায় এসিল্যান্ড মো. মঈনুল হক ভুয়া ডাক্তার ইব্রাহীমকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩০ হাজর টাকা জরিমানা ও এবং ওই হোমিও কমপ্লেক্সটি সিলগালা করে দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মঈনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজেই রোগী সেজে ওই হোমিও কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৫২) ধারা অনুযায়ী ওই ভুয়া ডাক্তারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং হোমিও কমপ্লেক্সটি সিলগালা করে দেয়া হয়।
এস এম এরশাদ/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে
- ২ হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ গণভোট শুধু সরকারের প্রচারণা নয়, সবার দায়িত্ব: জ্বালানি উপদেষ্টা
- ৪ সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট, দাবি পুলিশের
- ৫ অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে: অর্থ উপদেষ্টা