ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীকে ধরল পুলিশ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ক্রেতা সেজে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমনকে (৩১) গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী সুমনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার সুমন ওই এলাকার নূরুল ইসলাম বেপারীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা ব্যবসায়ী হিসেবে সুমনকে এলাকার সবাই চেনে। তিনি একজন পাইকারি ব্যবসায়ী, এমন সংবাদে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে। পরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে অভিযানে যায়। ডিবির টিম সুমনকে ধরতে কৌশল অবলম্বন করে। টাকা দিয়ে সুমনের কাছ থেকে এক হাজার ইয়াবা ক্রয় করার জন্য বলা হয়। টাকা পেয়ে সুমন ইয়াবা নিয়ে আসলে তাকে হাতেনাতে ধরে ডিবি পুলিশ। পরে তাকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪ হাজার ইয়াবা উদ্ধার করে।
এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্রেতা সেজে ইয়াবা ব্যবসায়ী সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
মো. শাহাদাত হোসেন/এমএসএইচ