ডিজিটাল সখীপুর অ্যাপসের যাত্রা শুরু
এক ক্লিকেই সখীপুর-এ স্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরে ‘ডিজিটাল সখীপুর’ অ্যাপসের যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অ্যাপসের ফাউন্ডার এ ঘোষণা দেন।
অ্যাপসটির ফাউন্ডার সখীপুরেরই ছেলে কামরুজ্জামান কনক, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও মশিউর আলি, কো-ফাউন্ডার রিজভী আহমেদ শাকিল এবং অ্যাপস ডেভেলপার আমিনুল ইসলাম। অ্যাপসটি থেকে ৪২৯ বর্গ কিলােমিটার এ সখিপুরের সমস্ত নির্ভুল তথ্য খুঁজে পাওয়া যাবে। অ্যাপসটির মাধ্যমে খুবই সহজেই সখীপুরবাসী এক ক্লিকেই নিজের প্রয়ােজনীয় অনেক কাজ সেড়ে ফেলতে পারবেন।
আগামী ৩০ জানুয়ারি সখীপুর ডাকবাংলো চত্ত্বরে অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে ডিজিটাল সখীপুর অ্যাপসের ফাউন্ডার কামরুজ্জামান কনক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান।
এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে
- ২ হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ গণভোট শুধু সরকারের প্রচারণা নয়, সবার দায়িত্ব: জ্বালানি উপদেষ্টা
- ৪ সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট, দাবি পুলিশের
- ৫ অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে: অর্থ উপদেষ্টা