মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
প্রতীকী ছবি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামছুল ইসলাম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত সামছুল ইসলাম ঘিওর উপজেলার বাসুদেব বাড়ি গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামছুল ইসলাম তেরশ্রী বাজারে মো. আজিজের রাইস মিলে প্রতিদিনের ন্যায় কাজ করছিলেন। বিকেল ৩টার দিকে মিলে হঠাৎ বিদ্যু বিভ্রাট হয়। এ সময় সামছুল মেইন সুইচে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার হারুন-অর রশিদ জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মুরগি কিনতে গিয়ে দ্বন্দ্ব, পিটুনিতে ক্রেতার মৃত্যু
- ২ গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের
- ৩ রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব
- ৪ লালমনিরহাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
- ৫ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী