ঈশ্বরদীতে ২৪ মাদক বিক্রেতার আত্মসমর্পণ
ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামে ২৪ জন ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। তারা আর কখনই মাদক ব্যবসা করবে না বলে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা দেন। শনিবার বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া মাদ্রাস মাঠে তাদের আত্মসমর্পণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় পাবনার পুলিশ সুপার আলমগীর কবির, সহকারি পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, সৈয়দ আবু জাহিদ, বুপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, ওসি বিমান কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আলমগীর কবির বলেন, আমি যতদিন আছি পাবনা জেলার কোথাও মাদক বিক্রি হতে দেব না। এখানে আজ যে ২৪ জন মাদক বিক্রেতা তাদের এই বেআইনি ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন তাদেরকে ধন্যবাদ। সমাজের মানুষের প্রতি অনুরোধ আপনারাও এদেরকে দেখে রাখবেন।
আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ