আশুলিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট বাসস্ট্যান্ড দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল এক মা (৩০) ও তার ছেলে (৫)। এ সময় ধামরাই থেকে ছেড়ে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে তার মাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
এদিকে, এ ঘটনার অল্প কিছু সময় পর একই স্থানে অপর একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে আহত হয় মাইক্রোবাসের পাঁচ যাত্রী। আশুলিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আল-মামুন/এআরএ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান