সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারি আটক
নোয়াখালীর সেনবাগে গোপন বৈঠক করার সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আবছারকে (৪৫) আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার সময় উপজেলার বীজবাগ ইউনিয়নের তার বাড়ি থেকে আটক করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জাগো নিউজকে জানান, বীজবাগের নিজ বাড়িতে উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আবছারসহ আরো বেশ কয়েকজন জামায়াতের সেক্রেটারি আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার পর কী ধরনের নাশকতা করবে তা নিয়ে গোপন বৈঠক করছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, আটককৃতের বিরুদ্ধে থনাায় নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।
মিজানুর রহমান/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু