খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ছবি
৯ ঘণ্টা পর সোমবার ভোর ৫টা থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রোববার রাত সোয়া ৮টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার সাফদারপুর স্টেশনে খুলনাগামী গোয়ালন্দ এক্সপ্রেস নকশিকাঁথা ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।
কোটচাঁদপুর থানা পুলিশের ওসি মাহবুব আলম জানান, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ভোর ৫টার দিকে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাঁথা ট্রেনটি সাফদারপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন ও লাগেজভ্যানের চাকা লাইচ্যুত হয়ে যায়। এতে খুলনা থেকে রাজশাহী-ঢাকাগামী সব ট্রেন চলাচল ৯ ঘণ্টা বন্ধ থাকে।
এমএএস/পিআর