হারপিক খেয়ে এমপিপুত্রের আত্মহত্যার চেষ্টা
এমপিপুত্র অভিজিৎ চন্দ্র চন্দ
খুলনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ (২৫) হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে কী কারণে তিনি হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি।
খুমেক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. সালেক মাহমুদ বলেন, হারপিক খাওয়ার কারণে তার (অভিজিৎ চন্দ্র চন্দ) হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে তাকে হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।
এর আগে এমপি নারায়ণ চন্দ্র চন্দের মেয়ে জয়ন্তী রানী চন্দ ওরফে বেবির অস্বাভাবিক মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
আলমগীর হান্নান/আরএআর/জেআইএম