ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় দিন-দুপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৫ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় দিন-দুপুরে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জামাল উদ্দিন (৬৫)। তিনি পেশায় একজন তাঁত শ্রমিক ছিলেন।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামাল উদ্দিন বারখাদা এলাকার বাসিন্দা।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়রা ঘরের মধ্যে গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্তপূর্বক হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আল-মামুন সাগর/এএম/এমএস