ময়মনসিংহে বরেণ্য ৪ শিক্ষককে সম্মাননা
বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ময়মনসিংহের বরেণ্য চার শিক্ষককে সম্মাননা প্রদান করেছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম।
সম্মননা প্রাপ্ত বরেণ্য চার শিক্ষক হলেন, অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, প্রফেসর মোকাররম হোসায়েন, প্রফেসর একেএম শামসুল ইসলাম (মরণোত্তর) ও আব্দুস সালাম তালুকদার।
বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. ফরিদ উদ্দিন, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম শফিকুল হায়দর মুকুল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক সেলিম, আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায়, কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদ খান ও মাইজবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশফাক উদ্দিন। এসময় নাসিরাবাদ কলেজের সহযোগী অধ্যাপক জালাল উদ্দিন, এমআইএসটির চেয়ারম্যান স্বরজিত রায় জোনাকি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মোফাখখার হোসেন খোকন, কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, গফরগাঁও কারিগরি স্কুল ইন্ড কলেজের অধ্যক্ষ জোয়াহেরুল ইসলাম মোল্লাসহ ময়মনসিংহ অঞ্চলের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
আতাউল করিম খোকন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির
- ২ ফরিদপুরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- ৩ ভোট চাইতে গেলেই এ্যানিকে পান-সুপারি-পিঠা নিয়ে বরণ করছেন ভোটাররা
- ৪ কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার সরকারি কৌঁসুলি কারাগারে
- ৫ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা