হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরএফএল ফ্যাক্টরি ডে অনুষ্ঠিত
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরএফএল ফ্যাক্টরি ডে ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী ফ্যাক্টরি ডে অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএফএল’র ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল।

পার্কের ভেতরে অনুষ্ঠানস্থল ধীরে ধীরে কানায় কানায় ভরে যায়। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা ছাড়াও অনুষ্ঠানের ফাঁকে ফ্যাক্টরিতে কর্মরতদের কণ্ঠে মনোমুগ্ধকর গান পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ছাড়াও মনমাতানো নৃত্য, কবিতা ও কৌতুক পরিবেশন করা হয়। ভাগ্যের চাকা ঘোরাতে ছিল র্যাফেল ড্র-এর আয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য দেন আরএফএল এর পরিচালক মনিরুজ্জামান, অতিরিক্ত পরিচালক হাসান নাসির, অলিপুর আরএফএল এর জিএম ফজলে রাব্বী। অনুষ্ঠানে প্রাণের হেড অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পার্কে কর্মরত বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১২ হাজারের বেশি শ্রমিক অংশগ্রহণ করেন।
কামরুজ্জামান আল রিয়াদ/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক