রাজবাড়ীতে পেঁয়াজের কেজি ১৫০ টাকা
রাজবাড়ীতে তিনদিনের ব্যবধানে বাজারে আসা নতুন পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও খেটে খাওয়া মানুষ।
বাজারে হঠাৎ মূলকাটা পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় কেজিতে দাম বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা। চলতি সপ্তাহের প্রথম দিকে রাজবাড়ীর বড় বাজারে নতুন মূলকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৯০ টাকায়; যা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিক্রি হয়েছে ১৩০ থেকে দেড়শ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে বাজারে গিয়ে দেখা যায় এমন চিত্র।
খুচরা ব্যবসায়ীরা জানান, নতুন মূলকাটা পেঁয়াজের ঘাটতি দেখা দেয়ায় বাজারে আমদানি কমেছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। কিছুদিন আগে দাম বাড়তি থাকায় কৃষকরা অপরিপক্ক পেঁয়াজ তুলে বিক্রি করে দিয়েছেন। যে কারণে হঠাৎ করে বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছে। ফলে প্রতি কেজির দাম বেড়েছে দ্বিগুণ। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।
কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করে আবারও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছি। পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছি। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ চাই আমরা।
রুবেলুর রহমান/এএম/এমকেএইচ