রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই
বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। সোমবার রাতে উপজেলার বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেবেন্দ্র তঞ্চঙ্গ্যার চায়ের দোকানের রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আরো সাত দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত।
সৈকত দাশ/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা