ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেই পরিবারকে শহীদ পরিবারের স্বীকৃতির আশ্বাস মন্ত্রীর

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ৩১ জানুয়ারি ২০২০

মৌলভীবাজারের অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ সদস্য নিহতের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হওয়াটা দুঃখজনক। এ রকম ঘটনা রুখতে মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি দেয়া হবে।

শুক্রবার বিকেল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ কথা বলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

মন্ত্রী বলেন, এই পরিবারটি শহীদ পরিবার কিন্তু তারা স্বীকৃতি পায়নি। স্বীকৃতির ব্যাপারে আলোচনা করা হবে উচ্চপর্যায়ে।

ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও আমি ব্যক্তি উদ্যোগে যোগাযোগ করেছি।

sahab-uddin-1

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ। পরে স্থানীয় পত্রিকা মৌমাছি কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন মন্ত্রী।

গত ২৮ জানুয়ারি মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে আগুনে একই পরিবারের পাঁচজন নিহত হয়

নিহতরা হলো- পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯)। সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দীপা রায় (৩৫) ও দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।

জেডএ/পিআর