গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে গোলাগুলির ঘটনার পর র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ (৪০) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে টেকনাফ জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব।
নিহত মো. ইলিয়াছ ওরফে ডাকাত ইলিয়াছ টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গানও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান মির্জা মাহতাব।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, সোমবার দিনগত রাতে র্যাবের একটি দল উপজেলার জাদিমোরা রোহিঙ্গা শিবির ক্যাম্পে ডাকাত জকিরকে ধরতে সাঁড়াশি অভিযান চালায়। এ সময় র্যাবের সঙ্গে ডাকাতদের গুলি বিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে চাঁদাবাজি করতে গিয়ে বাকবিতণ্ডায় ডাকাত জকির গ্রুপের এলোপাতাড়ি গুলিতে ১৪ রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরই শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালায়।
সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি