রোহিঙ্গা ক্যাম্পে কিশোরীর আত্মহত্যা
ফাইল ছবি
কক্সবাজারে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রাবেয়া বেগম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের নুরুল হকের মেয়ে।
এইচ ব্লকের মাঝি জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দেয়া হয়। একপর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
উখিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) নুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হবে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে
- ২ ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে তা হবে না
- ৩ দিল্লিতে অফিস খুলে হাসিনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন
- ৪ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, বিপুল সমাগমের আশা
- ৫ আজ মুক্তি মিলছে না সাদ্দামের, জামিনের চিঠি যশোর কারাগারে আসেনি