আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জের সিঙ্গাইরে লেবু মিয়া (৩৬) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত লেবু মিয়া সিঙ্গাইর উপজেলার চর জামালপুর গ্রামের মোসলেম বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বায়রা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া ও হায়দার আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মাস দুয়েক আগে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হায়দার আলীর মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় লেবু মিয়াকে প্রধান আসামি করে আদালতে মামলাও করেন হায়দার আলী।
এই দ্বন্দ্বের জের ধরেই দুপুরে বায়রা বাজারে হায়দার আলীর লোকজন লেবু মিয়াকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।
মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) আলমগীর হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
এদিকে এ হত্যাকাণ্ডের জের ধরে উপজেলার চর নয়াবাড়ি গ্রামের শহিদুর রহমান শহিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২০/২২ জন যুবক দুপুরে এ হামলা চালায়। এ সময় শহিদ আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বি.এম খোরশেদ/আরএআর/পিআর