ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত, ছোট ভাই হাসপাতালে

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ১০:২৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আবদুর রহিম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী নেয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আবদুর রহিমের ছোট ভাই আহত মানিক হোসেন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে সন্ধ্যায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবদুর রহিম ও আহত মানিক সদর উপজেলার লাহারকান্দি গ্রামের ফজলুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আবদুর রহিম ও মানিক মোটরসাইকেলযোগে লাহারকান্দি থেকে মান্দারী দিকে যাচ্ছিলেন। এ সময় একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ সময় আবদুর রহিমকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। খোঁজ নেয়া হচ্ছে।

কাজল কায়েস/জেএইচ