ভারতে পাচারকালে দুই কোটি ১৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
ভারতে পাচারকালে বেনাপোল থেকে ৩০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল মোড় থেকে স্বর্ণের বারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আজিজুল ধোপার ছেলে ওমর ফারুক রনি (৩২) ও আব্দুর রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন (৩৪)।
বিজিবি জানায়, বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকবাল ও রনিকে আটক করে বিজিবি। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০টি (সাড়ে তিন কেজি) স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান কাজে নিয়োজিত।
৪৯ বিজিবির কামন্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা বলেন, উদ্ধার স্বর্ণের মূল্য দুই কোটি ১৭ লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জামাল হোসেন/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার