ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারারকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০

রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলালকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার সকালে এ উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির কিশোরগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সমবায় কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু এমপি।

রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি শাহজাহান লস্কর, কার্যকরী পরিষদের সদস্য মো. আনোয়ার কামাল, মনোয়ার হোসাইন রনী, আলমগীর হোসেন ও হোসনে আরা ইদ্রিস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রেনু প্রমুখ।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা এতে অংশ নেন। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, কিশোরগঞ্জের সন্তান লুৎফুর রহমান চৌধুরী হেলাল দীর্ঘ ছয় বার কিশোরগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকের পাশাপাশি বিডিআরসিএসর গভর্নিং বডির সদস্য ছিলেন ছয় বার। সবশেষ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার নির্বাচিত হন তিনি।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম