ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:১৩ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. সৌরভ হোসেন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার চরআমজাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সৌরভ হোসেন ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সৌরভ হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মিজানুর রহমান/আরএআর/পিআর